মস্কো ন্যাটোর সাথে যুদ্ধ হচ্ছে এমনটা ভাবছে না, তবে ন্যাটো রাশিয়ার সাথে যুদ্ধের মতোই আচরণ করছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
তিনি বলেন, ‘দুঃখজনক, ন্যাটো এটাকে রাশিয়ার সাথে যুদ্ধ বলেই বিবেচনা করছে।’ ল্যাভরভ আরও বলেন, ‘ন্যাটো, ইইউ নেতা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ফ্রান্স, জার্মানি এমনকি ইইউর প্রধান কূটনীতিক জোসেপ বোরেল ধারাবাহিক ও পরিষ্কারভাবে বলছেন, পুতিন নিশ্চিতভাবে ব্যর্থ হবে, রাশিয়া হেরে যাবে। আর আপনি যখন এমন শব্দ ব্যবহার করবেন, তখন আমার মনে হয় আপনি ওই ব্যক্তির সাথে যুদ্ধে জড়িয়েছেন, তাকে আপনি হারাতে চান।’
এসময় লুহান্স ও দোনেস্কের নিরাপত্তা নিশ্চিতে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ চালানো হচ্ছে বলেই আবারও স্মরণ করিয়ে দিয়েছেন ল্যাভরভ।
সূত্র: আল আরাবিয়া
বিডি প্রতিদিন/নাজমুল