দুই বছরের বেশি সময় করোনা প্রতিরোধী লকডাউনের পর আন্তর্জাতিক পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে ওশেনিয়া মহাদেশের দেশ নিউজিল্যান্ড।
সোমবার থেকে বিভিন্ন দেশ থেকে লোকজন রাজধানী অকল্যান্ডে আসতে শুরু করেছে। পরিবার ও বন্ধু-বান্ধবদের সাথে অনেক দিন পর দেখা করতে পেরে অনেকেই আবেগী হয়ে পড়ছেন।
করোনা নেগেটিভ হলে এবং টিকা দেওয়া থাকলে আরও ৬০টি দেশের নাগরিকরা নিউজিল্যান্ড ভ্রমণের সুযোগ পাচ্ছেন এ দফায়। চলতি বছেরর মার্চ থেকে নিউজিল্যান্ডের নাগরিকরা দেশে আসা ও বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছিলেন। তবে বিদেশিদের বেলায় ছিল কড়াকড়ি।
তবে নতুন করে ভিসা ও ভ্রমণ সুবিধা পাওয়া দেশের তালিকায় নেই বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম।
করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ২০২০ সালে সীমান্ত বন্ধ করে দেয় নিউজিল্যান্ড। নিজ দেশের নাগরিকদের দেশে ফেরার বিষয়েও চালু করে কঠোর কোয়ারেন্টাইন বিধি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল