ফিলিস্তিনের পশ্চিম তীরে বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি রক্ষী নিহত হওয়ার পর ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। আল আকসা মার্টিয়ার্স ব্রিগেড এই হত্যার দায় স্বীকার করেছে।
পশ্চিম তীরের ইহুদি বসতিতে এই ঘটনা ঘটে। সেখানকার ফিলিস্তিনপন্থী সংগঠন আল আকসা মার্টিয়ার্স ব্রিগেড এই আক্রমণের দায় নিয়েছে।
জেরুসালেমে আল আকসা মসজিদকে কেন্দ্র করে সম্প্রতি যে সংঘর্ষ হয়েছে, তার প্রতিবাদেই তারা এই কাজ করেছে বলে দাবি করেছে। আল আকসা মসজিদ ঘিরে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন এবং অনেককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
ইসরায়েলের সেনা জানিয়েছে, চলন্ত গাড়ি থেকে দু’জন ওই রক্ষীকে লক্ষ্য করে গুলি চালায়। একটি ইসরায়েলি বসতির প্রবেশপথে ওই রক্ষী ছিলেন। এমার্জেন্সি সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, গুলির আঘাতের ফলে ওই যুবক রক্ষীর মৃত্যু হয়।
এই ঘটনার পরই ওই এলাকায়, বিশেষ করে ফিলিস্তিনি বসতিতে প্রহরা বাড়ানো হয়। শনিবার থেকে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। অনেককে গ্রেফতারও করা হয়েছে। সূত্র: ডয়েচে ভেলে
বিডি প্রতিদিন/কালাম