অনাস্থা প্রস্তাবে হেরে গত ৯ এপ্রিল বিদায় নেয় ইমরান খানের নেতৃত্বাধীন সরকার। নতুন সরকারের প্রধানমন্ত্রী হন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর সভাপতি শাহবাজ শরীফ।
ছোট ভাই শাহবাজ ক্ষমতায় গ্রহণের পর এবার পিএমএল-এন এর সর্বোচ্চ নেতা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাজা বাতিল অথবা স্থগিত করার বিষয়টি বিবেচনা করছে পাকিস্তান সরকার।
২০১৭ সালে নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে সাজাভোগের সময় চিকিৎসার কথা বলে তিনি লন্ডনে যান।
চিকিৎসার কথা বলে ২০১৯ সালে লন্ডনে গিয়ে স্বেচ্ছানির্বাসিত জীবনযাপন করছেন তিনি।
ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ খান একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেন, কোনো অভিযুক্ত ব্যক্তির সাজা বাতিল ও স্থগিত করা এবং এর আগে ‘ভুলভাবে’ দণ্ডিত হলে তার মামলা একটি আদালতে নতুন করে শুনানির সুযোগ করে দেওয়ার ক্ষমতা ফেডারেল ও পাঞ্জাব প্রাদেশিক সরকার উভয়ের আছে।
তিনি বলেন, এই বিধান পিএমএল-এন সর্বোচ্চ নেতা নওয়াজ শরীফ ও অন্যদের ক্ষেত্রে প্রয়োগ করা হতে পারে। নিজের স্বাস্থ্যগত অবস্থার ওপর ভিত্তি করে দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন নওয়াজ শরীফ।
পিএমএল-এন নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা নেওয়ার পরই নওয়াজ শরীফের দেশে ফেরার গুঞ্জন ওঠে।
সূত্র: ডন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন