রাশিয়ার তেল ও গ্যাসের ওপর ‘অবিলম্বে নিষেধাজ্ঞা’ দেওয়ার আহ্বান জানিয়েছেন পোল্যান্ডের জলবায়ু মন্ত্রী আনা মসকওয়া। ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি মন্ত্রীদের জরুরি বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি এই আহ্বান জানান।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত এই বৈঠকের মূল এজেন্ডা হচ্ছে- ইউরোপের দেশগুলোতে প্রাকৃতিক গ্যাসের স্টক ও সরবরাহ নিশ্চিত করা। এর আগে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় গ্যাজপ্রম। এর প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জ্বালানি মন্ত্রীরা জরুরি এই বৈঠকে অংশ নেন।
পোল্যান্ডের জলবায়ু মন্ত্রী ইংরেজিতে স্পষ্ট করে বলেন, রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ‘প্রয়োজন’ এবং এটা ‘জরুরি’। তিনি বলেন, তার দেশ রাশিয়ার জ্বালানি খাতের ওপর ইউরোপীয় ইউনিয়নের দেওয়া নিষেধাজ্ঞায় পুরোপুরি সমর্থন করবে। ইতোমধ্যে দেশটির কয়লা খাতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন তেলের ওপর এবং এর পরবর্তী ধাপে গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। আমরা সবাই মিলে সেরা বিকল্প গ্রহণ করব।
এদিকে ইউরোপীয় কমিশন রাশিয়ার ওপর সম্ভাব্য তেল নিষেধাজ্ঞার বিষয়ে সদস্য দেশগুলোর সাথে আলোচনা করছে। তবে, জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক বলেছেন, এখন সদস্য রাষ্ট্রগুলোর সবাই নতুন নিষেধাজ্ঞার ব্যাপারে একমত নয়।
এ ব্যাপারে সংবাদ মাধ্যম বিবিসিকে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, হাঙ্গেরি ও স্লোভাকিয়া এখনই রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিতে নারাজ। তারা সমঝোতার কথা বলছে। তবে পোল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর