আজভ সাগর ঘেঁষা ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলের আজভস্তাল স্টিল ওয়ার্ক প্ল্যান্টে এখনও আটকে আছে ২০০-এর বেশি বেসামরিক নাগরিক।
রবিবার এই স্টিল প্ল্যান্ট থেকে বেশ কিছু বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়।
জাতিসংঘ ও রেড ক্রসের প্রত্যাশা আজ মঙ্গলবার আরও বেসামরিক নাগরিককে উদ্ধার করা যাবে।
মেয়র ভাদিম বয়শেনঙ্কো’র দাবি এখনও মারিওপোলে ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিক আটকে পড়া আছেন।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল