অস্ট্রিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস বাকেরপুর বলেছেন, মার্কিন নেতারা ইরানের অভাবনীয় উন্নয়ন ও অগ্রগতির কথা এখন অবলীলায় স্বীকার করছে। এছাড়াও আমেরিকা এখন পর্যন্ত ইরানের বিরোধিতা করে কিছু অর্জন করতে পারেনি বলে জানান তিনি।
মার্কিন সিনেটর ক্রিস মোরফির এক মন্তব্যের প্রতি ইঙ্গিত করে এ কথা বলেছেন তিনি। খবর-পার্সটুডের
সম্প্রতি মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রভাবশালী সদস্য জিম রিশ ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনা প্রক্রিয়া থেকে পুরোপুরি সরে আসতে বাইডেন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
তার এই আহ্বান আরেক সিনেটর ক্রিস মোরফিকে ক্ষুব্ধ করে তুলেছে। তিনি ভিয়েনা আলোচনার বাইরে থাকার পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মনে রাখতে হবে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে।
এরপরই ইরানের রাষ্ট্রদূত বললেন, আমেরিকা এখন পর্যন্ত ইরানের বিরোধিতা করে কিছু অর্জন করতে পারেনি। কিন্তু ইরানে অভাবনীয় উন্নয়ন ও অগ্রগতি হয়েছে যা অন্যদের পাশাপাশি মার্কিন নেতারাই এখন সরাসরি স্বীকার করছেন।
২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় কয়েক মাসব্যাপী আলোচনা স্থগিত রয়েছে। ভিয়েনা বৈঠকে আমেরিকা সরাসরি অংশগ্রহণের সুযোগ না পেলেও তৃতীয় পক্ষের মাধ্যমে তথ্য আদান-প্রদান অব্যাহত রেখেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন