ভারতের মণিপুরে প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, মনিপুরের ননী জেলায় টুপুল ইয়ার্ড রেলওয়ে কন্সট্রাকশন সাইটের কাছে একটি সেনা ক্যাম্পে বুধবার গভীর রাতে ওই ভূমি ধসের ঘটনা ঘটে।
গত কয়েকদিনের টানা বর্ষণের কারণেই এই ভূমিধসের সৃষ্টি হয়েছে। এর ফলে ইম্পফলের কাছে নতুন রেল প্রকল্প জিরিবামের দিকে যেতে টুপুল রেলস্টেশন ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইন এবং নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের একটি ক্যাম্পও। ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে স্থানীয় ইজেই নদীর গতিপথ, এর ফলে সেখানে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এবং তা থেকে আশপাশের নিচু এলাকা প্লাবিত হওয়ারও আশঙ্কা রয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, বৃহস্পতিবার সকালে কাদা-মাটিতে চাপা পড়া ১৯ জনকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা, লাশ উদ্ধার করা হয় ১৪ জনের। কিন্তু ভারি বৃষ্টির কারণে তাদের উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক