ফয়সাল রাব্বিকীনের কথায় গাইলেন এ সময়ের অন্যতম মেধাবী সংগীতশিল্পী মাহতিম সাকিব ‘তোমার টানে’ শিরোনামের গান। দ্বৈত এ গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন তারান্নুম আফরিন। গানটির সুর ও সংগীত করেছেন ভারতের সৌরভ বাবাই চক্রবর্তী। মিউজিক ভিডিওসহ গানটি শিল্পী তারান্নুম আফরিনের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয়েছে। গানচিত্রটি পরিচালনা করেছেন শুভ্র মেহরাজ। আর এতে মডেল হিসেবে কাজ করেছেন কামরুল ও জিনাত। এবারের রোমান্টিক গানটি প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, ‘‘রোমান্টিক হলেও বেশ ভিন্ন কথা-সুরের গান এটি। গানটি যখন শুনি তখনই ভালো লেগে যায়। গানটি এবার প্রকাশ পেল। আমার বিশ্বাস ‘তোমার টানে’ সবার ভালো লাগবে।’’