ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র ও অনান্য জীবনঘাতী অস্ত্র হামলা অব্যাহত রেখেছে। তার পাল্টা পদক্ষে হিসেবে রাশিয়ার প্রতিরক্ষা খাত লক্ষ্য করে নিষেধাজ্ঞা নিয়েছে পশ্চিমারা।
তবে সেই নিষেধাজ্ঞার বাইরে রয়ে গেছে অনেক বড় বড় রুশ অস্ত্র ব্যবসায়ী, ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স তাদের এক বিশেষ প্রতিবেদনে এমন দাবিই করেছে।
সম্প্রতি রাশিয়ার কিছু অস্ত্র তৈরিকারী কোম্পানি বা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে রয়টার্সের দাবি, এখনও ৩৬টি রুশ অস্ত্রপ্রস্তুতকারী কারখানা এবং ১৪টি কোম্পানি পশ্চিমাদের নিষেধাজ্ঞার বাইরে রয়ে গেছে।
রয়টার্স বলছে, নিষেধাজ্ঞার বাইরে থাকা রুশ অস্ত্র ব্যবসার মোগল অ্যালান লুশনিকভ, যিনি কালাশনিকভ কোম্পানির সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জেএসসি তার বড় বিনিয়োগ রয়েছে। যেটি একে-৪৭ রাইফেল উৎপাদনের জন্য বিশ্বজুড়ে বেশ পরিচিত। লুশনিকভ ওই কোম্পানির ৭৫ শতাংশের মালিক বলে জানিয়েছে রয়টার্স।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল