ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধকবলিত দেশগুলোতে। তরতর করে বাড়ছে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। তাই ক্ষুধায় কাতরানো মানুষের সংখ্যাও বাড়ছে।
দাতব্য সংস্থা মার্সি কর্পস এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, যুদ্ধকবলিত দেশ ইয়েমেনে গত কয়েক মাসে আটার দাম বেড়েছে ৪২ শতাংশ, রুটির দাম বেড়েছে ২৫ শতাংশ, ভোজ্য তেলের দাম ৬২.৮ শতাংশ, চিনির দাম ৩৫.৭ শতাংশ বেড়েছে।
বিশ্ব খাদ্য সংস্থার সাথে কাজ করা মার্সি কর্পস আরও জানিয়েছে, সিরিয়ার আলেপ্পোর বেকারিগুলো মার্চ মাস থেকে তাদের উৎপাদন ২৫ শতাংশ কমিয়েছে, তাফায় সেই হার ৫০ শতাংশ, দামেস্কে ২০ শতাংশ। ফলে দেশটিতে গেল কয়মাসে রুটির দাম বেড়েছে ৯৪ শতাংশ।
লেবাননেও একই দশা। খাদ্য, জ্বালানির দাম বেড়ে গেছে, দেখা দিয়েছে বিদ্যুৎ ঘাটতি। তাই পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা করছে মার্সি কর্পস।
সংস্থাটির মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিচালক আর্নাউদ কোয়েমিন বলেন, ইউক্রেন যুদ্ধ মানুষকে গভীর খাদ্য সঙ্কট, দারিদ্র্যে ঠেলে দিল। মানুষের সহায়তার ওপর নির্ভরতার হার বাড়ছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল