২ জুলাই, ২০২২ ১২:১২
আল-জাজিরার প্রতিবেদন

ছেড়ে যাওয়ার পরপরই ‘স্নেক আইল্যান্ডে’ ফসফরাস বোমা হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক

ছেড়ে যাওয়ার পরপরই ‘স্নেক আইল্যান্ডে’ ফসফরাস বোমা হামলার অভিযোগ

২০১৮ সালে ইন্টারন্যাশনাল আর্মি গেমসে সুখই সু-৩০ থেকে ফসফরাস বোমা নিক্ষেপের দৃশ্য। ইনসেটে: স্নেক আইল্যান্ড

ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্নেক আইল্যান্ড নামের দ্বীপটি ছেড়ে গেছে দাবি করেছে দেশটিতে হামলা চালানো রুশ বাহিনী। তবে ছেড়ে যাওয়ার একদিন পরই ইউক্রেন অভিযোগ করেছে, পাথুরে ওই দ্বীপে ফসফরাস বোমা হামলা চালিয়েছে রাশিয়া।

টেলিগ্রামে ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি শুক্রবার বলেন, রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপ থেকে ফসফরাস বোমা নিক্ষেপকারী দুটি রুশ সু-৩০ যুদ্ধবিমান দ্বীপের ওপর দিয়ে উড়ে গেছে।

ইউক্রেনের সেনাবাহিনী একটি বিবৃতিতে বলেছে, রুশ বিমান বাহিনীর সু-৩০ বিমান দু’বার ওই দ্বীপে ফসফরাস বোমা হামলা চালিয়েছে।

এর আগে মস্কো বলেছে, স্নেক আইল্যান্ড থেকে তাদের সেনা প্রত্যাহার হচ্ছে একটা ‘শুভেচ্ছাসূচক পদক্ষেপ’ এবং এর মাধ্যমে তারা দেখাতে চাইছে যে ইউক্রেন থেকে কৃষিপণ্য পরিবহনের পথে রাশিয়া কোন বাধা সৃষ্টি করছে না।
 
জবাবে ইউক্রেনের সরকার বলেছিল, ক্ষেপণাস্ত্র ও কামান দিয়ে আক্রমণ চালানো হলে রুশ সৈন্যরা তড়িঘড়ি করে দুটি স্পিডবোটে চেপে দ্বীপটি ছেড়ে চলে যায়। সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর