ইউক্রেনে চলমান যুদ্ধ থামাতে রাশিয়াকে রাজি করাতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।
গতকাল বুধবার রাতে সিঙ্গাপুরে এক বক্তৃতায় এ আহ্বান জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের অবসান ঘটাতে পুতিনের ওপর শক্তিশালী দেশগুলোর ‘প্রভাব প্রয়োগ করা’ অত্যাবশ্যক।
তিনি আরও বলেন, ‘এর মধ্যে রয়েছে চীন, অনেক বড় শক্তিশালী রাষ্ট্র এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। রাশিয়ার সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এ ধরনের প্রভাব ব্যবহার করলে আমাদের অঞ্চলে আস্থা তৈরিতে তা অনেক ভূমিকা রাখরে।’
পুরো ইউরোপ ও বিশ্ব এখন ইউক্রেনের ব্যাপারে বেইজিংয়ের পদক্ষেপের দিকে তাকিয়ে আছে বলে জানান তিনি।
এদিকে, চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা ঝাউশু বলেন, রাশিয়ার সঙ্গে চীন কৌশলগত সমন্বয় বাড়ানোর বিষয়েও আগ্রহী এবং বিভিন্ন খাতে প্রায়োগিক সহযোগিতা জোরদার করতে চায়।
মা ঝাউশু বলেন, জি-২০ হচ্ছে এমনই একটি কাঠামো যেখানে মস্কোর সঙ্গে চীন আরো বেশি সহযোগিতা করতে আগ্রহী।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন