ইউক্রেনে অবস্থানরত সেনাদের পুরো ইউক্রেনে অপারেশন জোরদারের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু।
শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার শক্তিশালী হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। আর এসব অঞ্চলে ইউক্রেনের আক্রমণ প্রতিহত করতে অপারেশনের মাত্রা জোরদারের নির্দেশ দিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।
এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার দখলকৃত অঞ্চল, দোনবাস ও অন্যন্য অঞ্চলে বেসামরিক স্থাপনাগুলোর ওপর ইউক্রেনের বড় ধরনের রকেট ও কামান হামলা প্রতিহত করতে, সেনাদের অপারেশন বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। রুশ বাহিনীর হামলায় কিয়েভ, মারিউপোল, সামি, খারকিভের বহু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন