প্রথমবারের মতো ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেত্রী মরিয়ম নওয়াজ ‘বন্ধুত্বের হাত’ বাড়ালেন ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দিকে।
মরিয়ম বলেছেন, প্রধান দুই রাজনৈতিক দলের দ্বন্দ্ব দেশের স্বার্থের জন্য কল্যাণকর নয়। আমি পিটিআইয়ের সঙ্গে লড়াই করতে চাই না। আমি পাকিস্তানের অগ্রগতি চাই এবং এ জন্য আমি বন্ধুত্ব, শান্তি ও ভালোবাসার হাত বাড়াচ্ছি পিটিআইয়ের তরুণ এবং এর সমর্থকদের প্রতি।
নওয়াজ কন্যা আরও বলেন, আমি এই উদ্যোগ নিচ্ছি শুধু পাকিস্তানের জন্য। আমি ইমরান খানের প্রতিও অনুরোধ জানাচ্ছি দেশকে অগ্রসর হতে দেওয়ার জন্য।
তবে অনাস্থা ভোটে ক্ষমতা হারানো ইমরান যেন এই ‘শান্তি প্রস্তাব’কে দুর্বলতা হিসেবে না নেন, সে ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন পিএমএল-এন নেত্রী। এমনটি হলে তিনি ‘ইটের বদলে পাটকেল’ ছুড়তে জানেন বলেও উল্লেখ করেছেন।
সূত্র : ডন ও হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক