যুক্তরাষ্ট্রে মাঝ আকাশ থেকে পড়ে এক পাইলটের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির নর্থ ক্যারোলিনায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্মকর্তারা। খবর নিউইয়র্ক পোস্ট'র।
খবরে বলা হয়েছে ক্রুকসসহ প্লেনটিতে আরও একজন পাইলট ছিলেন। ১০ জন ধারণ ক্ষমতার প্লেনটিতে অন্য কোনো লোক ছিল না। শুক্রবার রালে ডারহাম আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ছোট বিমান যখন জরুরি অবতরণ করেছিল, তখন তার দুই পাইলটের মধ্যে মাত্র একজন ছিলেন, অন্য পাইলট চার্লসকে পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, চার্লস কোনো প্যারাসুট ছাড়াই প্লেন থেকে লাফ দিয়েছে না হয় পড়ে গেছে। ঘটনার পর কো-পাইলট নিরাপদে প্লেনটিকে জরুরি অবতরণ করাতে সক্ষম হন। যদিও অবতরণের আগে ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় এটির একটি চাকায় সমস্যা দেখা দিয়েছে।
প্লেনটি অবতরণের সময় অনেকেই সেখানে ছিলেন। এরপর অন্যান্য বেশ কয়েকজন কর্মকর্তা চার্লসের মরদেহের সন্ধানে বের হন। এরপর স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ফুকুয়ে-ভারিনা আবাসিক এলাকার পেছনের বনে তার মরদেহ পাওয়া যায়।
বিডি প্রতিদিন/হিমেল