ইউক্রেনের খারকিভে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি হিমার্স রকেট সিস্টেম ও ওডেসায় জাহাজ বিধ্বংসী হারপুন মিসাইল ধ্বংসের দাবি করেছে রাশিয়া।
সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়াও কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা স্বাধীনভাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই দাবি যাচাই করতে পারেনি।
এর আগে যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স রকেট সিস্টেমকে যুদ্ধের জন্য একটি সম্ভাব্য গেম চেঞ্জার হিসাবে স্বাগত জানিয়েছিল ইউক্রেন। উন্নত প্রযুক্তির এসব অস্ত্র আরও সুনির্দিষ্ট এবং অন্যান্য আর্টিলারি সিস্টেমের তুলনায় দীর্ঘ পরিসরে হামলা চালাতে সক্ষম। এই রকেট সিস্টেম ব্যবহার করে অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘান হানা সম্ভব।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন