ইরানের আণবিক জ্বালানি প্রধান দাবি করেছেন, তার দেশের পারমাণবিক অস্ত্র তৈরি সক্ষমতা আছে কিন্তু তারা এখনই তেমন কিছু করার পরিকল্পনা করছেন না।
মোহাম্মদ এসলামির আগেও ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির এক উপদেষ্টাও একই কথা বলেছিলেন।
২০১৫ সালের ছয়জাতি চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পরই পুনঃরায় জোরেসোরে পরমাণু কার্যক্রম শুরু করে তেহরান।
ইরানের দাবি, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই তাদের পরমাণু কার্যক্রম পরিচালনা করছে। যদিও পশ্চিমারা ইরানের এমন দাবিতে সন্তুষ্ট থাকতে পারছে না।
ইরানের আণবিক জ্বালানি প্রধান ইসলামি বলেন, ‘খারাজি, ইরান কারিগরিভাবে আণবিক বোমা তৈরিতে সক্ষম সেটাই বুঝিয়েছেন, তবে ইরানের এজেন্ডায় এমন কোন পরিকল্পনা নেই।’
এর আগে খামেনির উপদেষ্টা কামাল খারাজি আল জাজিরাকে বলেছিলেন, ‘ইরান কারিগরিভাবে পরমাণু বোমা তৈরি করতে সক্ষম, তবে এখনও এটি তৈরির কোন সিদ্ধান্ত নেয়নি ইরান।’
এর আগে আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানান, ইরানের জন্য এমন সক্ষমতা অর্জন মাত্র কয়েক সপ্তাহের ব্যাপার।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল