রাশিয়ার শিশুদের অবন্ধুসুলভ দেশের নাগরিকরা দত্তক নিতে পারবে না। এমন নিষেধাজ্ঞা নিয়েই রুশ পার্লামেন্টের নিম্নকক্ষে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বিলে বলা হয়েছে, ‘আমাদের শিশুদের অবন্ধুসুলভ দেশের কাছে পাঠালে ভবিষ্যতে তা জাতির জন্য বড় আঘাত হয়ে ফিরে আসবে।’
চলতি বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযানের পর যারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তাদেরকেই অবন্ধুসুলভ দেশ হিসেবে বিবেচনা করছে ভ্লাদিমির পুতিনের দেশ।
এই তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের সব দেশ এবং জাপান ও দক্ষিণ কোরিয়াও আছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল