৮ আগস্ট, ২০২২ ১৩:০৫

কমনওয়েলথ গেমসের আসর থেকে উধাও শ্রীলঙ্কা ক্রীড়া দলের ১০ সদস্য

অনলাইন ডেস্ক

কমনওয়েলথ গেমসের আসর থেকে উধাও শ্রীলঙ্কা ক্রীড়া দলের ১০ সদস্য

চরম অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কার ১০ খেলোয়াড় ও স্টাফ যুক্তরাজ্যের বার্মিংহামে কমনওয়েলথ গেমসে অংশ নেওয়ার পর নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক সংকটপূর্ণ দেশে না ফিরতেই তারা দল ছেড়ে পালিয়েছেন।

জানা গেছে, ইভেন্ট শেষ হওয়ার পর নয়জন খেলোয়াড় (অ্যাথলেট) এবং একজন ব্যবস্থাপক নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে তিনজন গত সপ্তাহে নিখোঁজ হন। তারা হলেন জুডোকা চামিলা দিলানি, তার ব্যবস্থাপক আসেলা দে সিলভা এবং কুস্তিগির শানিথ চতুরঙ্গ।

এ ঘটনার পর শ্রীলঙ্কার কর্মকর্তারা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন।

শ্রীলঙ্কার ওই ক্রীড়া কর্মকর্তা আরও বলেন, এরপর আরও সাতজন নিখোঁজ হয়েছেন। তবে তাদের নাম প্রকাশ করেননি তিনি। ওই কর্মকর্তা আরও বলেন, “আমাদের সন্দেহ, তারা যুক্তরাজ্যেই থেকে যেতে চায়, সম্ভবত চাকরি পেতে চায়।”

এবারের কমনওয়েলথ আসরে শ্রীলঙ্কা থেকে অংশ নেন ১৬০ খেলোয়াড়। তাদের সবার দেশে ফেরা নিশ্চিত করতে তাদের সবার পাসপোর্ট নিজেদের কাছে রেখে দিয়েছিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তারপরও কয়েকজনের পালিয়ে যাওয়া ঠেকাতে পারেনি তারা। সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস, এএফপি

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর