১৮ আগস্ট, ২০২২ ২০:০১

১৭ বছর নির্বাসনে থেকে দেশে ফিরলেন চাদের বিদ্রোহী নেতা

অনলাইন ডেস্ক

১৭ বছর নির্বাসনে থেকে দেশে ফিরলেন চাদের বিদ্রোহী নেতা

চাদের বিদ্রোহী নেতা এরদিমি ( ছবিতে কেন্দ্রে)

আফ্রিকার দেশ চাদের প্রখ্যাত বিদ্রোহী নেতা এরিদিমি ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন।

চাদের সেনাবাহিনী গতবছর দেশের ক্ষমতা নিয়ন্ত্রণে নেয়। দেশটিতে সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন আয়োজনের লক্ষ্যে ‘জাতীয় আলোচনা’ সামনে রেখে দেশে ফিরলেন তিনি। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, ৬৭ বছর বয়সী এরিদিমি ‘ইউনিয়ন রেসিসট্যান্স ফোর্স (ইউএফআর)’ এর প্রধান নেতা। ২০০৫ সালে দেশ ছেড়ে তিনি কাতারে যান। তার নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী দুইবার চাদের প্রেসিডেন্ট ও তার চাচা ইদ্রিস ডেবিকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করে ব্যর্থ হয়। কিন্তু এরপরও তারা সরকারকে হুমকি দিতে থাকে।

বৃহস্পতিবার রাজধানী এনজামেনার বিমানবন্দরে পা রাখার পর বিদ্রোহী এই নেতা বলেন, অনেক বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরতে পেরে আমি খুব খুশি। শান্তি অর্জনে সবকিছু ঠিকঠাক চলবে বলে মন্তব্য করেন তিনি।

২০২১ সালের এপ্রিলে চাদের দীর্ঘদিনের শাসক ইদ্রিস ডেবি বিদ্রোহীদের সঙ্গে ফ্রন্টলাইনে সংঘর্ষে আহত হওয়ার পর নিহত হন। এরপর তার ছেলে মহামাত ডেবি চাদের অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তিনি দেশের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনা শুরুর উদ্যোগ নেন। সেই উদ্যোগের অংশ হিসেবেই বিদ্রোহী নেতা এরিদিমি দেশে ফিরলেন।    

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর