বিশ্ববাজারে রাশিয়ার খাদ্য এবং সার পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করছে জাতিসংঘ। সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার সাংবাদিকদের এই তথ্য জানান।
জাতিসংঘ মহাসচিব বলেন, রাশিয়ার খাদ্য ও সার নিষেধাজ্ঞার আওতায় নেই। সুতরাং, সেগুলো যাতে বিশ্ববাজারে পৌঁছায় তার জন্য আমরা কাজ করছি।
এর আগে গতকাল শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোনের সঙ্গে এক টেলিফোন আলাপে রাশিয়ার প্রেসিডন্ট তার দেশের খাদ্য ও সার বিদেশের বাজারে সরবরাহে প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। এরপর জাতিসংঘ মহাসচিব এটা নিয়ে কথা বললেন।
তুরস্কের ইস্তামবুলে সংবাদ ব্রিফিংয়ে শনিবার জাতিসংঘ মহাসচিব বলেন, চলতি বছরে (২০২২ সাল) সার ছাড়া আগামী বছর (২০২৩ সাল) পর্যাপ্ত খাদ্য থাকবে না। অধিক খাদ্য ও সার বিশ্ববাজারে নিতে ইউক্রেন ও রাশিয়া গুরুত্বপূর্ণ। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল