ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করায় রাশিয়ার ওপর শত শত নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে এর ফলে রাশিয়ার অর্থনীতিতে যতটা প্রভাব পড়ার কথা ছিল তা পড়েনি। নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলা করে অর্থনীতি সচল রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এরমধ্যে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে তুরস্ককে অবলম্বন করে নিষেধাজ্ঞার প্রভাব এড়িয়ে যাওয়ার অভিযোগ তুলেছে। খবর রয়টার্সের।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখনো দুই দেশের মধ্যে সংঘাত চলছে। মার্কিন উপ-রাজস্ব সচিব ওয়ালি আদেয়েমো তুরস্কের উপ-অর্থমন্ত্রী ইউনুস এলিটাসকে বলেছেন, রাশিয়ান সংস্থা এবং ব্যক্তিরা পশ্চিমা নিষেধাজ্ঞা দেশ ও সংস্থার আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব এড়াতে তুরস্ককে ব্যবহার করার চেষ্টা করছে।
উল্লেখ্য, গত জুলাইয়ে শস্য রফতানির বিষয়ে সম্মত হয় ইউক্রেন ও রাশিয়া। এ বিষয়ে সহযোগীর ভূমিকায় আছে তুরস্ক ও জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, রাশিয়ার সার এবং কৃষি পণ্য অবশ্যই বিশ্ব বাজারে কোনো বাধা ছাড়াই পৌঁছানোর চেষ্টা করতে হবে। এটি করতে না পারলে, আগামী বছরের প্রথম দিকে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিতে পারে। এ বিষয়ে সব সরকার ও বেসরকারি খাতের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
বিডি প্রতিদিন/ফারজানা