রুশ সেনাদের ওপর পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। এতে রুশ সেনা নেতৃত্ব অপ্রস্তুত হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে রুশ বাহিনীর সমালোচনা করে চেচেন নেতা রমাজান কাদিরভ বলেছেন, রাশিয়ার সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী চলছে না।
ইউক্রেন যুদ্ধে চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে পুতিনকে অবিলম্বে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে চেচেন নেতা বলেছেন, শিগগিরই যদি বিশেষ সামরিক অভিযান পরিচালনায় পরিবর্তন আনা না হয়, তাহলে মাঠের অবস্থা ব্যাখ্যা করতে আমরা দেশের নেতৃত্বের কাছে যেতে বাধ্য হব।
হারানো সব এলাকায় রুশ নিয়ন্ত্রণ ফেরাতে হবে জানিয়ে কাদিরভ বলেন, যারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আছেন, আমি তাদের মতো কৌশলবিদ নই। তবে এটা স্পষ্ট, কিছু ভুল হয়েছে।
সেখানে (ইউক্রেনে) চেচেন সেনারা আছে উল্লেখ করে রমাজান কাদিরভ বলেন, যোদ্ধারা এ ধরনের পরিস্থিতির জন্য বিশেষভাবে প্রস্তুত। ১০ হাজার যোদ্ধা তাদের সঙ্গে যোগ দিতে প্রস্তুত আছে। অদূর ভবিষ্যতে আমরা ওডেসায় পৌঁছাব।
মার্চে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছিল মস্কো। এরপর দ্রুততম সময়ে ইজিয়ুমের পতন রাশিয়ার সবচেয়ে মারাত্মক সামরিক পরাজয় হিসেবেই দেখা হচ্ছে।
উত্তর-পূর্ব ইউক্রেনে কী ঘটেছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দিচ্ছে না মস্কো। এতে যুদ্ধপন্থী ভাষ্যকার ও রুশ জাতীয়তাবাদীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
পরাজয়ের বিষয়টি প্রকাশ্যে আসতে গত শুক্রবার একটি ভিডিও প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, খারকিভ অঞ্চলে সেনা পাঠানো হচ্ছে। গতকাল মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীর অবস্থানে আঘাত হেনেছে রুশ বাহিনী। হামলায় ক্ষেপণাস্ত্র ও গোলা ব্যবহারের পাশাপাশি এয়ারবর্ন সেনারা অংশ নিয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল
মস্কো