ইসরায়েলের তেল আবিব ও হাইফাতে হামলার যোগ্য করে ড্রোন প্রস্তুত করার দাবি করেছে ইরান। এই ড্রোনের নাম দেওয়া হয়েছে আরাস-২।
ইরানের স্থলবাহিনীর প্রধানের বরাতে আধা-স্বায়ত্তশাসিত মেহের নিউজের খবরে বলা হয়েছে, ইসরায়েলে হামলার লক্ষ্যে দীর্ঘপাল্লার এই আত্মঘাতী ড্রোন উন্নীত করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমারস হায়দারি বলেন, এই ড্রোন আরাস-১ এর নুতন ভার্সন। সূত্র: আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল