রুশ সেনাদের কাছ থেকে এলাকা পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনের সেনাবাহিনী। দেশের পূর্বাঞ্চালে এই অভিযানে ইউক্রেনের সফলতার খবরও এসেছে।
ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশপন্থি প্রশাসনের একজন কর্মকর্তা দাবি করেছেন, উত্তরপূর্ব খারকিভে ইউক্রেন রাশিয়ার তুলনায় ৮ গুন সেনা নিয়ে আক্রমণ করেছে।
ভিতালি গানচেভ নামে এই কর্মকর্তা রোশিয়া-২৪ টেলিভিশনে বলেন, প্রতি ঘণ্টায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। রাশিয়ার সঙ্গে বেলগোরোড সীমান্ত বন্ধ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে গত রবিবার ইউক্রেনের সেনারা আকস্মিক পাল্টা আক্রমণে ইজুউম এবং কুপিনাস্ক নিয়ন্ত্রণে নেয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি মানচিত্র প্রকাশ করেছে যাতে খারকিভ অঞ্চল ছেড়ে রুশ সেনারা চলে গেছে বলে দেখা গেছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ ফিন্যান্সিয়াল টাইমস সংবাদপত্রে এক সাক্ষাৎকারে বলেন, দখলমুক্ত করা অঞ্চল নিরাপদ করা প্রয়োজন কারণ, রাশিয়া পাল্টা হামলা চালাতে পারে। তাদের আক্রমণ প্রত্যাশার থেকে ভালো গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাশিয়াকে পরাজিত করা সম্ভব’ এটা তার একটি লক্ষণ।
বিডিপ্রতিদিন/কবিরুল