অস্ত্র উৎপাদনের জন্য সিরিয়ার সামরিক স্থাপনা ব্যবহার করছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ এই অভিযোগ তুলেছেন।
সোমবার এক বক্তব্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সিরিয়ার ১০টার বেশি সামরিক স্থাপনা উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির কাজে ব্যবহার করছে ইরান।
গত কয়েক বছর যাবত সিরিয়ার ভেতর আক্রমণ করছে ইসরায়েল। গত সপ্তাহে আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করে ইহুদি রাষ্ট্রটি। এতে তিনজন নিহত ছাড়াও বেশ কয়েকজন আহত এবং বিমানবন্দরের রানওয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েল দাবি করে আসছে, ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে তারা হামলা চালায়।
ইসরায়েলের সর্বশেষ অভিযোগের কোনো জবাব দেয়নি সিরিয়া কিংবা ইরান। উভয় দেশ এই অভিযোগ অস্বীকার করে আসছে। তবে সম্প্রতি ইরানের একজন কমান্ডার বলেছেন, ইসরায়েলের তেল আবিব ও হাইফাতে হামলার উপযোগী ড্রোন নির্মাণ করেছেন তারা। এই ড্রোনের নাম আরাস-২। সূত্র: আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল