আর্মেনিয়া-আজারবাইজান নতুন করে সংঘর্ষে জড়িয়েছে। এটা নিয়ে কথা বলেছে আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু জানিয়েছেন, তিনি আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আর্মেনিয়ার উসকানি নিয়ে কথা বলেছেন। আর্মেনিয়ার প্রতি তিনি শান্তি সমঝোতার পথে হাঁটার আহ্বান জানিয়েছেন। মেভলুত কাভুসগলু বলেন, আর্মেনিয়ার উসকানি দেওয়া বন্ধ করে সমঝোতার পথে হাঁটা উচিত।
সর্বশেষ সংঘাতের বিষয়ে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সীমান্ত জেলা দাশকেসান, কেলবাজার ও লাচিনের কাছে আর্মেনিয়া ‘বড় আকারে অন্তর্ঘাতমূলক কার্যক্রম’ চালিয়েছে। সীমান্তে আজারবাইজানি সেনাদের ওপর আর্মেনিয়া ‘ট্রেঞ্চ মর্টার’ দিয়ে হামলা চালিয়েছে বলেও দাবি আজেরি বাহিনীর। হামলায় বেশ কয়েকজন আজারবাইজানি সেনা নিহত হয়েছে উল্লেখ করা হলেও হতাহতের সংখ্যা সুনির্দিষ্ট করে বলা হয়নি।
এ ঘটনার জন্য আজারবাইজানকে অভিযুক্ত করে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গণমাধ্যমকে জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোররাত ১২টা ৫ মিনিটের দিকে গোরিস, সোক ও জেরমুক শহরে আর্মেনিয়ার সেনাদের লক্ষ্য করে আজারবাইজানের সেনারা ‘গুলি’ ছুড়তে থাকে। এ ছাড়াও, আজারবাইজানি সেনারা ড্রোনের পাশাপাশি ‘কামানের গোলা ছোড়ে’। আর্মেনিয়ার সেনারা সেই হামলার যথাযথ জবাব দিয়েছে বলেও বার্তায় জানানো হয়। সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/করিবুল