শিরোনাম
৪ অক্টোবর, ২০২২ ১৬:৫১

পুতিনের সঙ্গে সমঝোতায় বসবেন না জেলেনস্কি, যা বলছে ক্রেমলিন

অনলাইন ডেস্ক

পুতিনের সঙ্গে সমঝোতায় বসবেন না জেলেনস্কি, যা বলছে ক্রেমলিন

দিমিত্রি পেসকভ

সমঝোতায় না বসলে ইউক্রেনে চলমান ‘বিশেষ অভিযান’ শেষ হবে না। মঙ্গলবার ক্রেমলিন এই তথ্য জানিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আমরা ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্টের (ভলোদিমির জেলেনস্কি) অবস্থান পরিবর্তন পর্যন্ত অপেক্ষা করব, অথবা জনগণের স্বার্থে অবস্থান পরিবর্তন করবে ইউক্রেনের এমন প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করব। সমঝোতায় দুইপক্ষ প্রয়োজন হয় বলেও মন্তব্য করেন পেসকভ।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় বসবেন না বলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটি ডিক্রি (সরকারি আদেশ) জারি করেছেন। এর প্রতিক্রিয়ায় ক্রেমলিন এই মন্তব্য করলে।

গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের দোনেতস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলকে রুশ ফেডারেশনের সঙ্গে যুক্তের ঘোষণা দেন। এদিন এক প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, তিনি পুতিনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবেন না। রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবেন তবে পুতিন নয়, দেশটির অন্য কোনো প্রসিডেন্টের সঙ্গে। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর