স্মার্ট ফোনে গেম খেলার সময় মুখের ওপর মোবাইল ফোন বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৮ বছরের এক শিশুর। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের কেরেলায় এই ঘটনা ঘটেছে। নিহত শিশু আদিত্যাশ্রী তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
খবরে বলা হয়েছে, সোমবার রাতে প্রতিদিনের মতো মোবাইল ফোনে গেম খেলছিল ছোট্ট আদিত্যাশ্রী। খেলতে খেলতেই আচমকা বিকট শব্দে ফেটে যায় মোবাইল ফোনটি। রক্তাক্ত অবস্থায় ছোট্ট আদিত্যাশ্রীকে হাসপাতালে নিয়ে যায় তার মা, বাবা। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে হাসপাতালেই মৃত্যু হয় তার।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মোবাইল ফোনে গেম খেলা এবং ভিডিও দেখা আদিত্যাশ্রীর সবচেয়ে প্রিয় ছিল। কাজের পর মা, বাবা বাড়ি ফিরলে মেয়ের হাতে তারা মোবাইল তুলে দিতো। আর এটাই কাল হলো তাদের।
পুলিশের প্রাথমিক অনুমান, মোবাইলের ব্যাটারিটি কোনো কারণে অতিরিক্ত গরম হয়ে পড়েছিল। তাতেই বিস্ফোরণ হয়। ফাটা মোবাইলটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। সেই রিপোর্ট পেলে স্পষ্ট হবে, আদিত্যাশ্রীর মৃত্যুর সঠিক কারণ। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। মোবাইল ফোনটিতে কোনো সমস্যা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল