২৫ জুলাই, ২০২৩ ১৩:৩৯

সুপারটাইফুন ডোকসুরি: তাইওয়ানের সামরিক মহড়া বাতিল

অনলাইন ডেস্ক

সুপারটাইফুন ডোকসুরি: তাইওয়ানের সামরিক মহড়া বাতিল

শক্তিশালী টাইফুন ডোকসুরির কারণে নিজেদের সবচেয়ে বড় সামরিক মহড়া স্থগিত করেছে তাইওয়ান। 

তাইওয়ান ও ফিলিপাইনরে দিকে ধেয়ে যাওয়া ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ১৮৫ কিলোমিটার এবং দমকা হাওয়া-সহ এটির গতিবেগ ২৪০ কিলোমিটার পর্যন্ত উঠছে। ফলে আশপাশের এলাকায় বড় ধরনের তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড়টি এমন শঙ্কাই দেখা দিয়েছে। 

সোমবার হান কুয়াং নামের ওই মহড়া শুরু করেছিল তাইওয়ান। পরিস্থিতি বিবেচনায় পাঁচ দিনের এই সামরিক মহড়া আপাতত স্থগিত করা হয়েছে।  

আগামী বুধবার ও বৃহস্পতিবার টাইফুনটির প্রভাব তাইওয়ানে পড়তে পারে। তাইওয়ানের আবহাওয়া দপ্তর তীব্র বাতাস ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। স্থানীয় বাসিন্দাদের ঘূর্ণিঝড়টিকে ছোটো করে না দেখার পরামর্শ দেওয়া হয়েছে। 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর