তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড মাথায় নিয়ে কারাগারে গেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার সেই আলোচিত মামলায় তার স্ত্রী বুশরা বিবিকেও জিজ্ঞাসাবাদ করেছে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (জেআইটি)। মঙ্গলবার ইসলামাবাদের ডিআইজি অফিসে তাকে ২০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার কারাগারে বুশরা বিবি ইমরান খানের সঙ্গে দেখা করেন। তারা প্রায় দুই ঘণ্টা কথা বলেন। তিনি ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর ডিআইজি অফিসে যান।
সূত্র থেকে জানা যায়, বুশরা বিবিকে জেআইটিতে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন দায়রা আদালত।জেআইটির সামনে উপস্থিত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বুশরা। তিনি বলেন, পিটিআই তাকে প্রায় ২০ মিনিট জিজ্ঞাসাবাদ করে।
তিনি আরও বলেন, জেআইটি তার কাছ ২০টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন।
তোশাখানা মামলা আসলে কী?
তোশাখানা মানে সরকারি কোষাগার। পাকিস্তানে বিদেশি নেতাদের কাছ থেকে পাওয়া যেকোনও উপহার সরকারি কোষাগারে জমা দিতে হয়। কিন্তু অভিযোগ উঠেছে, ইমরান খান তার প্রাপ্ত উপহার সরকারি কোষাগারে জমা না দিয়ে বিক্রি করে অর্থ হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় যে মামলা হয়েছে, তাকে তোশাখানা মামলা বলা হচ্ছে। তোশাখানা প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে। শুধু প্রধানমন্ত্রী নয়, সাংবিধানিক পদে বসা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই এ নিয়ম প্রযোজ্য। সূত্র: জিও টিভি
বিডি প্রতিদিন/কালাম