মালবাহী কুলির পোশাকে দেখা গেল ভারতের কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীকে। বৃহস্পতিবার সকালের দিকে দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনে যাত্রীদের মাল বহনকারী কুলিদের সমস্যার কথা শুনতে হাজির হন এই সাংসদ। সেখানে কুলিদের ভিড়ে মিশে যান, এরপর কুলিদের ট্র্যাডিশনাল লাল জামা নিজের গায়ে চাপিয়ে নেন রাহুল। পরে মাথায় লাগেজ চাপিয়ে হাঁটা শুরু করতেই স্লোগান উঠতে থাকে।
কুলিদের সাথে সাক্ষাতের সেই সব ছবি টুইটারে পোস্ট করে কংগ্রেসের তরফে লেখা হয় 'জনগণের নায়ক রাহুল গান্ধী বৃহস্পতিবার তার কুলি ভাইদের সাথে দিল্লির আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে সাক্ষাৎ করেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। তাতে আনন্দ বিহার রেল স্টেশনে কর্মরত কুলিরা রাহুলের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে সময় এক কুলি এও অনুরোধ করেছিলেন অন্তত পাঁচ মিনিটের জন্য হলেও রাহুল গান্ধী যেন আমাদের সাথে সাক্ষাৎ করেন।
জানা গেছে, সেই অনুরোধ রাখতেই এদিন সকালে পূর্ব দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে পৌঁছে যান রাহুল। পরনে ছিল কালো প্যান্ট সাদা টি-শার্ট। এরপর স্টেশনের বাইরে খোলা জায়গায় বসে সকলের সমস্যার কথা শোনেন তিনি।
রাহুলকে দেখতে এসে সবাই ভিড় উপচে পড়ে। এ সময় কুলিদের কাছ থেকে একটি লাল শার্ট নিজের গায়ে চাপিয়ে নেন রাহুল। পাশাপাশি কনুইয়ের উপর কুলিদের ব্যাজও বেঁধে নেন। পরে একটি ট্রলি ব্যাগ মাথায় তুলে বইতে শুরু করেন রাহুল। সে সময় 'রাহুল গান্ধী জিন্দাবাদ' বলে চারিদিক থেকে স্লোগান উঠে। এসবের পাশাপাশি কুলিদের সাথে সেলফিও তোলেন রাহুল গান্ধী।
‘ভারত জোড়ো’ যাত্রার অংশ হিসেবেই সম্প্রতি কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রদর্শন করেছিলেন রাহুল গান্ধী। এ সময় সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলার পাশাপাশি নানা ভূমিকায় দেখা যায় রাহুলকে। গত আগস্ট মাসেই দিল্লির আজাদপুর সবজি বাজারে গিয়ে স্থানীয় বিক্রেতা ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন রাহুল। সবজি বিক্রেতাদের মাসিক আয়, তাদের জীবনযাত্রা, সবজির ক্রমাগত মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি তাদের সাথে একসাথে বসে চাও পান করেন রাহুল।
গত জুলাই মাসেই দিল্লি থেকে শিমলা যাওয়ার পথে হরিয়ানার সোনেপত'এর মাদিনা গ্রামে একটি কৃষি জমিতে নেমে পড়েন রাহুল। সেখানে কৃষকদের সাথে কথা বলার পাশাপাশি জল কাদা ভর্তি মাঠে গিয়ে তাদের সাথে ধান গাছের চারা রোপণ করতে দেখা যায় রাহুলকে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ট্রাক্টর চালাতেও দেখা গিয়েছিল কংগ্রেস সাংসদকে।
তারও আগে গত জুন মাসে দিল্লির করোল বাগ এলাকায় মোটর মেকানিকদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন রাহুল। এরইর একটি মোটরসাইকেলের গ্যারেজে ঢুকে স্ক্রু ড্রাইভার দিয়ে বাইক রিপেয়ারিং করতেও দেখা যায় রাহুলকে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ