ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি যুক্তরাষ্ট্রের চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রের সঙ্গে প্রথমবারের টেলিফোনে কথা বলেছেন।
ব্রাউন জুনিয়র এই মাসের শুরুতে তার দায়িত্ব গ্রহণ করেন।
গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলের সঙ্গে আলাপ করলেন ইসরায়েলি সেনাপ্রধান।আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, মার্কিন জেনারেল বলেছেন তিনি ইসরায়েলি সেনাদের (আইডিএফ) পাশে আছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল