ইসরায়েলি প্রতিনিধিদের উপস্থিতির প্রতিবাদে দুবাইয়ে জাতিসংঘের জলবায়ু আলোচনা থেকে ইরানের প্রতিনিধিরা বেরিয়ে গেছেন।
ইরানের জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন। কপ ২৮-এ ইসরায়েলের উপস্থিতিকে ‘সম্মেলনের লক্ষ্য ও নির্দেশিকার পরিপন্থী’ বলে উল্লেখ করেন তিনি।
ইসরায়েল ও হামাসের মধ্যে সাত দিনের যুদ্ধবিরতি শেষে গাজায় দু’পক্ষের মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হয়েছে। লড়াই শুরুর কয়েক ঘণ্টার মধ্যে ইরান এই পদক্ষেপ নিল।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বৃহস্পতিবার রাতে বলেন, তিনি কপ-২৮ সম্মেলনে অংশ নেবেন না।
বিডিপ্রতিদিন/কবিরুল