১৯ জানুয়ারি, ২০২৪ ১৬:৩৪

রাজপরিবারকে অবমাননার দায়ে থাই নাগরিকের ৫০ বছরের দণ্ড

অনলাইন ডেস্ক

রাজপরিবারকে অবমাননার দায়ে থাই নাগরিকের ৫০ বছরের দণ্ড

মংকোল থিরাকোট

থাইল্যান্ডের রাজতন্ত্রের সমালোচনা করায় ৩০ বছর বয়সী মংকোল থিরাকোট নামে এক নাগরিককে ৫০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্যাংককের কঠোর রাজপরিবার অবমাননা আইনে এ যাবতকালের মধ্যে এটি ছিল সবচেয়ে দীর্ঘ মেয়াদের সাজা। 

বৃহস্পতিবার থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই নগরীর একটি আপিল আদালত এ রায় ঘোষণা করেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলেছে, থাইল্যান্ড এ বিতর্কিত আইনের ব্যবহার বাড়ানোর মধ্যে এ মামলার বেশ কয়েক বছর পর রেকর্ড ভঙ্গ করা সাজা দেওয়া হলো। সমালোচকরা বলেন, এটি ভিন্নমতাবলম্বীদের কণ্ঠ থামিয়ে দেওয়ার একটি কৌশল।

আদালত সূত্র জানায়, থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই নগরীর একটি আপিল আদালত ৩০ বছর বয়সী মংকোল থিরাকোট ৫০ বছরের এ সাজা দেয়। গণতন্ত্রপন্থী সাবেক এ কর্মী তার ফেসবুক একাউন্টে রাজপরিবার অবমাননাকর পোস্ট দেওয়ার দায়ে তাকে এ সাজা দেওয়া হয়।

প্রাথমিকভাবে একটি নিম্ন ফৌজদারি আদালত তাকে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছিল। কিন্তু তার আপিল আবেদনের শুনানি চলাকালে আরো ১১টি মামলায় থিরাকোটকে দোষী সাব্যস্ত করায় তার এ রেকর্ড ভঙ্গ করা সাজা হয়।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর