প্যারিসের প্রধান ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে তিন জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকালের এই হামলায় এক ব্যক্তি পেটে গুরুতর আঘাত পেয়েছেন।
এই ঘটনার সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারী মালির নাগরিক। তার কাছে ইতালির ড্রাইভিং লাইসেন্স আছে।
সাম্প্রতিক সময়ে প্যারিসে বেশকিছু ছুরি হামলার ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরেও আইফেল টাওয়ারের কাছে ছুরিকাঘাতে এক পর্যটক নিহত হন, আহত হয়েছিলেন আরো দুই জন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল