আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে অবশেষে উত্তর কোরিয়ার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা সহায়তা সংক্রান্ত একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিকে আইন পরিণত করলো রাশিয়া। শনিবার সরকারি একটি ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে এ তথ্য জানা গেছে। যার ফলে এবার দুই দেশের কোনওটির উপরে হামলা হলে অন্য দেশটি পাশে দাঁড়াবে। খবর রয়টার্সের।
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে গত জুনে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনের পর রুশ প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন চুক্তিটি সই করেছিলেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে আরও শক্তিশালী জোটবদ্ধ হয়েছে মস্কো ও পিয়ংইয়ং। চুক্তিতে সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে এক দেশ অপর দেশকে সহায়তা করতে এগিয়ে আসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ এ সপ্তাহে চুক্তিটি অনুমোদন করেছে। আর গত মাসে নিম্নকক্ষে এই চুক্তি অনুমোদন পায়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে একটি ডিক্রি সই করেন। সেই ডিক্রি শনিবার সরকারি একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ২০২২ সালের ফেব্রয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পুরোদস্তুর আগ্রাসন শুরুর পর থেকে মস্কো এবং পিয়ংইয়ংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক আরও পাকাপোক্ত করেছে এই চুক্তি।
বিডি-প্রতিদিন/শআ