ইউক্রেনকে লক্ষ্য করে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়েছে রাশিয়া। বৃহস্পতিবার ভোরে মিসাইলটি ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, মিসাইলটি ছোড়া হয়েছে রাশিয়ার আসট্রাখান থেকে। ভোলোগোরোদের দক্ষিণ-পূর্ব দিকের এই অঞ্চলটি কাস্পিয়ান সাগরের পাশে অবস্থিত।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দনিপ্রো শহরে নিক্ষিপ্ত মিসাইলের গতি ও উচ্চতা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম)-এর ইঙ্গিত দেয়। তিনি বলেন, এই মিসাইল নিয়ে এখনও পরীক্ষা চলছে।
জেলেনস্কি রাশিয়াকে ‘পাগল প্রতিবেশী’ বলে উল্লেখ করে জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন মিসাইল ব্যবহার করতে শুরু করেছেন এবং ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশ থেকে অস্ত্র সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, পুতিন ভয় পেয়েছেন। তিনি সবকিছু করছেন যাতে তার প্রতিবেশী তার হাত থেকে বেরিয়ে যেতে না পারে।
২০১৩ সালের ইউরোমাইদান আন্দোলনের বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনকে একটি পরীক্ষাগারে পরিণত করেছে রাশিয়া। কিন্তু ইউক্রেনের জনগণ সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে তাদের দেশকে রক্ষা করছে। তিনি আরও বলেন, ইউক্রেন মানে মর্যাদা। আর এই শব্দটি রাশিয়ার জন্য কখনও প্রযোজ্য হবে না।
খবর অনুসারে, মিসাইলটি আইসিবিএম ছিল কিনা তা নিয়ে ইউক্রেনের তদন্ত অব্যাহত রয়েছে। এটি সত্য হলে এটি হবে যুদ্ধে এই ধরনের মিসাইল ব্যবহারের প্রথম ঘটনা।
বিডিপ্রতিদিন/কবিরুল