দীর্ঘ ১৩ বছর পর কাতার এয়ারওয়েজ সিরিয়ার রাজধানী দামেস্কে ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে। আগামী ৭ জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালিত হবে।
কাতারের জাতীয় এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, সিরিয়ার দামেস্কে প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে যাচ্ছি। এটি মধ্যপ্রাচ্যের সংযোগ পুনর্স্থাপনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ার ক্ষমতার পরিবর্তন ঘটে। গত ডিসেম্বর মাসে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের সরকার পতনের মাধ্যমে ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীরা দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। এর পরই কাতার এয়ারওয়েজ এই ঘোষণা দেয়।
কাতার এয়ারওয়েজ জানায়, ফ্লাইট শুরুর আগে প্রয়োজনীয় নিরাপত্তা ও কার্যক্রম পরিচালনার মান নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।
কাতার এয়ারওয়েজের সিইও বদর মোহাম্মদ আল-মীর বলেন, দামেস্ক একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ গন্তব্য। আমরা সেখানে ফ্লাইট পুনরায় চালু করতে পেরে খুশি।
কাতারের এক কর্মকর্তা জানিয়েছেন, দামেস্ক বিমানবন্দর পুনর্গঠনে সহায়তা করার প্রস্তাব দিয়েছে দোহা। সিরিয়ার নতুন সরকারকে সাহায্য করার মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে পুনঃসংযোগ স্থাপন করতে আগ্রহী।
২০২৩ সালের ৮ ডিসেম্বর সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কাতার দামেস্কে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে। কাতার ছিল দ্বিতীয় দেশ, যেটি তুরস্কের পর সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে।
২০১১ সালে সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হলে আসাদ সরকার ব্যাপক দমন-পীড়ন শুরু করে। কাতার সেই সময় বিদ্রোহীদের অন্যতম প্রধান সমর্থক ছিল। তবে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক পুনঃস্থাপন শুরু হলেও কাতার তখনো আসাদের শাসন ব্যবস্থার কঠোর সমালোচক ছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল