দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ার ক্ষমতার পরিবর্তন ঘটে। গত ডিসেম্বর মাসে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের সরকার পতনের মাধ্যমে ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীরা দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করে।
এদিকে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, কার্যকর রাষ্ট্র হিসেবে সিরিয়ার প্রত্যাবর্তনে জার্মানি দেশটিকে সহায়তা করতে চায়।
শুক্রবার বেয়ারবকের দামেস্ক সফরের আগ মুহূর্তে বার্লিনে এক বিবৃতিতে এ কথা বলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।
সিরিয়ার ইসলামপন্থী হায়াত তাহরির আল-শামস যারা আসাদ সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে। তাদের নিয়ে সন্দিগ্ধ হওয়া সত্ত্বেও মিস বেয়ারবক বলেন, সিরিয়ার মানুষকে সহায়তা করার এই সুযোগ হাতছাড়া করা আমাদের উচিৎ হবে না।
বিডি-প্রতিদিন/বাজিত