ভূমিকম্পে কেঁপে উঠল ইথিওপিয়া। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
ভূমিকম্পের পর একটি আগ্নেয়গিরিতেও অগ্ন্যুৎপাতের খবর পাওয়া গেছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
ইএমএসসি জানিয়েছে, আসবি তেফেরি শহর থেকে ৫৫ কিলোমিটার (৩৪ মাইল) উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল)।
তবে ওই ভূমিকম্প থেকে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এডেন বেলা নামে এক স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তর-পূর্বাঞ্চলীয় আফার অঞ্চলের সেগেন্টোর কাছে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। সূত্র: আল-আরাবিয়া
বিডি প্রতিদিন/একেএ