ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্রেন ভেঙে পড়ে দখলদার ইসরায়েলের দুই সেনা নিহত এবং আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা গেছে।
বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহত দুই সেনার মধ্যে একজনের নাম নাদাভ কোহেন (২১) এবং অপরজন নাখমান রাফায়েল বেন আমি (২০)।
আইডিএফের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে গাজায় একটি ক্রেন নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। এই দুর্ঘটনার ফলে সেনাদের ওপর বিপর্যয় নেমে আসে এবং হতাহতের ঘটনা ঘটে।
২০২৩ সালের অক্টোবরে দখলদার ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করে। হাজার হাজার সেনা গাজায় প্রবেশ করে সশস্ত্র হামলায় অংশ নেয়। পাশাপাশি বিমান হামলাও অব্যাহত রাখে তারা। দীর্ঘ ১৫ মাস ধরে চলা এই অভিযানে প্রায় ৫০ হাজার নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
অসংখ্য মানুষকে হত্যা ও বাস্তুচ্যুত করার পর, গত ১৯ জানুয়ারি ইসরায়েল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির ফলে গাজার মানুষ তাদের ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়িতে ফেরার চেষ্টা শুরু করেন।
তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে পুনরায় দখলের হুমকি দেন। তিনি যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গাজায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে আরব দেশগুলো স্পষ্টভাবে জানিয়েছে, গাজার সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো প্রস্তাব তারা মেনে নেবে না। গাজার সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বেগ প্রকাশ করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল