ইসরায়েলের হান্নার কারকুর জংশনে গাড়ি হামলায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ ও আরব নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সংবাদমধ্যম দুটি জানায়, ইসরায়েলের পুলিশ বলেছে, হামলাকারী হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে তিনি একজন ৫৩ বছর বয়সী ফিলিস্তিনি এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিনের বাসিন্দা। যিনি একজন ইসরায়েলি নাগরিকের সঙ্গে বিবাহিত এবং অনুমতি ছাড়াই ইসরায়েলে বসবাস করছেন।
ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী ইচ্ছাকৃতভাবে পরদেস হান্না-কারকুর জংশনের বাস স্টেশনে অপেক্ষমাণ বেসামরিক নাগরিকদের হামলা নিশানা করেছিলেন।
পুলিশ জানিয়েছে, গাড়ি হামলার পরপরই হামলাকারী ব্যক্তিকে তাদের জিম্মায় নেওয়া হয়েছে। এক কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেছেন, “গাড়িটি গতি নিয়ে কারকুর জংশনে একদল লোকের ওপর হামলা করে। এখান থেকে হামলাকারী গাড়িতে আবারও গতি তৈরি করে একটি পুলিশের গাড়ির দিকে যায় এবং সেটিকে আঘাত হানে। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া দেয়, আটক করে এবং হত্যা করে।” সূত্র: এবিসি নিউজ, আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজিম