হোয়াইট হাউসে আসন্ন বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জেলেনস্কির প্রতি তার “অনেক শ্রদ্ধা” রয়েছে।
কয়েকদিন আগেই জেলেনস্কিকে "স্বৈরশাসক" বলেছিলেন রিপাবলিকান এই নেতা। তবে এখন তিনি বিশ্বাস করতে পারছেন না যে এমন কিছু বলেছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমটি জানায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী শুক্রবার দুই দেশের প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বৈঠকে বসবেন। এতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের অধিকার সংক্রান্ত চুক্তি আলোচনায় আসবে।
সম্প্রতি জেলেনস্কিকে স্বৈরশাসক বলার জন্য ক্ষমা চাইবেন কিনা— এমন প্রশ্নে ট্রাম্প বলেন, "আমি সেটা বলেছিলাম? আমি এখনও বিশ্বাস করতে পারছি না।" একইসঙ্গে তিনি জেলেনস্কিকে "খুব সাহসী" বলেও অভিহিত করেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিষয়ে আলোচনার পর ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন যে জেলেনস্কির সঙ্গে আসন্ন বৈঠক ফলপ্রসূ হবে এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা দ্রুত এগিয়ে যাবে।
এদিকে, রাশিয়ার ইউক্রেন আক্রমণের তিন বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র সম্প্রতি মস্কোর সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেছে। এতে পশ্চিমা মিত্ররা কিছুটা বিস্মিত হয়েছে।
এর আগে, ট্রাম্প ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনস্কিকে দায়ী করে বলেছিলেন, "আপনি তিন বছর ধরে ক্ষমতায় আছেন, এটি শেষ করা উচিত ছিল... এমনকি শুরুই করা উচিত হয়নি। আপনি একটি চুক্তি করতে পারতেন।"
বৃহস্পতিবার স্টারমারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকরা জেলেনস্কির সঙ্গে আসন্ন বৈঠক প্রসঙ্গে ট্রাম্পের মতামত জানতে চাইলে তিনি বলেন, "আমার ধারণা, আগামীকাল আমাদের ফলপ্রসূ আলোচনা হবে।"
সোর্স: বিবিসি
বিডি প্রতিদিন /আশিক