ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে প্লেগে আক্রান্ত হয়ে অন্তত ৪০ জন মারা গেছেন। এ ছাড়া আরও অন্তত ৮০ জন ওই সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন।
গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। রোগটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
ডব্লিউএইচও বলেছে, আফ্রিকার এ দেশটিতে পরিস্থিতি খুবই খারাপ পর্যায়ে পৌঁছেছে। সংস্থাটি আরও বলেছে, প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে এ্যান্টিবায়োটিক দিয়েই রোগটি নির্মূল সম্ভব।আগস্ট মাসে দেশটির সিরোনোমানদিদি জেলার সোয়ামাহাটামানা গ্রামে রোগটি প্রথম ধরা পড়ে। দেশটির রাজধানী এ্যান্টানারিভোতে দুজনকে শনাক্ত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৪/জান্নাত