শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

এক পেনিতে সোনার টয়লেট

এক পেনিতে সোনার টয়লেট

টয়লেটের নাম ‘অ্যামেরিকা’। ইতালির চিত্রশিল্পী ও ভাস্কর মরিজিও ক্যাতেলান ১৮ ক্যারেট সোনার এ টয়লেট সিটটি (কমোট) তৈরি করেছেন। নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘরে খাঁটি সোনার এ টয়লেট সিট জনগণের জন্য উন্মুক্ত হচ্ছে। জাদুঘরটি দেখতে আসা দর্শনার্থীরা এখন থেকে এক পেনি খরচ করে ব্যবহার করতে পারবেন খাঁটি সোনার টয়লেটটি। টয়লেট সিটটি গুগেনহাইম জাদুঘরের পাবলিক টয়লেটগুলোর একটিতে বসানো হয়েছে। জাদুঘরের একটি ইউনি-সেক্স টয়লেট অর্থাৎ নারী-পুরুষ উভয়ই ব্যবহার করতে পারে এমন একটি শৌচাগারে রয়েছে সেটি।

দশনার্থীরা ইচ্ছে করলে ব্যবহার করবেন, কিংবা চাইলে কেবল দেখেও আসতে পারবেন এই শিল্পকর্ম। টয়লেটটির আবিষ্কারক মরিজিও ক্যাতেলান এ শিল্প সম্পর্কে বলেছেন, টয়লেটটি অর্থনৈতিক অসমতার প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর