Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
প্রকাশ : শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ২১ অক্টোবর, ২০১৬ ২৩:২৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোচ্ছেদের ঘোষণা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোচ্ছেদের ঘোষণা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। একই সঙ্গে তিনি চীনের সঙ্গে সম্পর্কোন্নয়ন ও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা নিয়ে তৈরি হওয়া সংকট আলোচনার মাধ্যমে সমাধানে রাজি হয়েছেন। বৃহস্পতিবার  বেইজিংয়ের গ্রেট হলে দেওয়া ভাষণে এসব কথা বলেছেন তিনি। দুতের্তে বর্তমান চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে রয়েছেন। ইতিমধ্যে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। দুতের্তে এবং শি জিনপিংয়ের মধ্যকার  বৈঠকে বেশকিছু সহযোগিতা চুক্তি সই হয়েছে। ফিলিপাইনের বাণিজ্যমন্ত্রী র‌্যামন লোপেজ জানিয়েছেন, এই সফরে চীনের সঙ্গে ১৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি করেছেন দুতের্তে। বৃহস্পতিবার দুতের্তে বলেন, ‘এই ভেন্যুতে আমি যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্নতার  ঘোষণা দিচ্ছি। কেবল সামরিক নয়, অর্থনৈতিক ও সামাজিক বিচ্ছিন্নতাও। আমেরিকা পরাজিত হয়েছে।’ ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি আপনাদের আদর্শের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমি পুতিনের সঙ্গে কথা বলতে রাশিয়ায়ও যেতে পারি। বিবিসি।


আপনার মন্তব্য