সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘দয়ালু’ প্রেসিডেন্ট হওয়ার আহ্বান

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদারতা, সহানুভূতি ও ঐক্যের আহ্বান জানিয়ে চিঠি লিখছে হাজার হাজার শিশু। সিয়াটলের বাসিন্দা মলি স্পেন্স সাবেহজামি ট্রাম্পের জয়লাভের পরদিন ফেসবুকে একটি গ্রুপের সূচনা করেন এবং এ বিষয়ে প্রচার শুরু করেন। বর্তমানে গ্রুপটির সদস্য সংখ্যা ১০ হাজারের বেশি বলে জানিয়েছে বিবিসি।

ওয়াশিংটন পোস্টকে  সাহেবজামি  বলেন, কিন্ডারগার্টেন পড়ুয়া তার নয় বছর বয়সী ছেলের সঙ্গে ট্রাম্পের বিজয় নিয়ে আলোচনার সময় তার মাথায় এই পরিকল্পনা  আসে। নির্বাচনী  প্রচারের  সময় ট্রাম্প মুসলিম  ও অবৈধ  অভিবাসীদের নিয়ে বিদ্বেষমূলক অনেক মন্তব্য করেছেন এবং ভীষণভাবে সমালোচিত হয়েছেন। ইরান বংশোদ্ভূত মলি বলেন, ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মন্তব্যে তার ছেলে উদ্বেগ প্রকাশ করেছে। সে বলেছে, কী কারণে উদারতা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে ‘তুমি কেন তার (ট্রাম্প) সঙ্গে কথা বলছো না’? এর পরই মলি ফেসবুকে একটি গ্রুপ খোলার পরিকল্পনা করেন।

সর্বশেষ খবর