বুধবার, ১১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা আপাতত স্থগিত

কাতালান নেতার ভাষণ

কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা আপাতত স্থগিত

কাতালোনিয়ার বহু প্রত্যাশিত ও বিতর্কিত স্বাধীনতা ঘোষণা কয়েক সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি চলমান সংকটের সমাধানের লক্ষ্যে স্প্যানিশ সরকারের সঙ্গে যুক্তিসঙ্গত সংলাপ ও মধ্যবস্থতায় বসার ইচ্ছার কথা জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় আঞ্চলিক পার্লামেন্টে দেওয়া এক ঐতিহাসিক ভাষণে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট কার্লেস। এর আগে কাতালোনিয়ার ভবিষ্যৎ নির্ধারণকারী ভাষণ এক ঘণ্টা বিলম্বিত করা হয়। একতরফা স্বাধীনতা ঘোষণার বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসার জন্য কার্লেস পুজদেমনের ওপর চাপ ক্রমেই বাড়ছিল। কাতালোনিয়ার রাজধানী শহর বার্সেলোনার মেয়র কার্লেসকে স্বাধীনতার ঘোষণা না দেওয়ার জোর অনুরোধ জানিয়েছেন। আর স্পেনের ক্ষমতাসীন পিপলস পার্টির মুখপাত্র ৮৩ বছর আগের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে হুমকির সুরেই বলেছেন, একতরফাভাবে স্বাধীনতার ঘোষণা দিলে কার্লেসকে জেরে ঢোকানো হবে। পরে বিচারে তাকে ফাঁসিতে ঝোলানো হবে। পার্লামেন্ট ভাষণে কার্লেস বলেন, গণভোটে কাতালানরা ‘হ্যাঁ’ ভোট দিয়ে স্বাধীনতার পক্ষেই তাদের ইচ্ছা-আকাঙ্ক্ষার কথাই ব্যক্ত করেছে। আর তাদের এই ইচ্ছা-আকাঙ্ক্ষা নিয়েই তিনি সামনে এগুতে চান। তিনি বলেন, ‘কাতালোনিয়ার প্রেসিডেন্ট হিসেবে এই ঐতিহাসিক মুহূর্তে আমি প্রজাতন্ত্রের আকারে অঞ্চলটির স্বাধীন রাষ্ট্র হওয়ার কাতালানদের ইচ্ছা অনুসরণ করতে চাই।’ এক্ষেত্রে গণভোটে জনগণের অর্পিত ক্ষমতা তিনি আজ (গতকাল) থেকে নিজ হাতে নিচ্ছেন বলেও ভাষণে জানিয়েছেন। ভাষণে গণভোটের দিন স্প্যানিশ কর্তৃপক্ষের নির্দেশে কাতালান ভোটারদের ওপর পুলিশের সহিংসতার নিন্দা জানিয়েছেন তিনি।

স্বাধীনতার প্রশ্নে বিতর্কিত গণভোটের পরিণতি কী হবে তা দিয়েই বহু প্রতীক্ষিত ভাষণ শুরু করেন কার্লেস পুজদেমন। এ গণভোট  স্পেনের সীমানা ছাড়িয়ে ইউরোপীয় ইস্যুতে রূপ নিয়েছে বলে জানান তিনি।  কাতালান আঞ্চলিক সরকার স্বাধীনতার প্রশ্নে গত ১ অক্টোবর বিতর্কিত গণভোট আয়োজন করে।  বিবিসি।

সর্বশেষ খবর